করোনা মোকাবেলায় প্রযুক্তি খাতের সম্মুখযোদ্ধাদের স্বীকৃতি দাবি

৯ মে, ২০২১ ১৭:৪৭  
সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রযুক্তি খাতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, দেশকে মহামারীর মধ্যেও সচল রাখতে অবদান রাখছেন, এই অবদানকে স্বীকৃতি দিয়ে তাদেরকেও প্রণোদনার আওতায় আনার আহ্বান জানিয়েছে সিটিও ফোরাম বাংলাদেশ। ৮ মে, শনিবার সিটিও ফোরাম আয়োজিত ‌‘কোভিড ১৯ ভ্যাকসিনেশন টু প্রটেক্ট সিটিজেনস’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান ফোরাম প্রতিষ্ঠাতা এবং সভাপতি তপন কান্তি সরকার। সরকারি সুরক্ষা পোর্টালের মাধ্যমে ভবিষ্যতে সরকারি আরো সেবা কিভাবে প্রদান করা সম্ভব এবং এই পোর্টালের মাধ্যমে দেশের প্রত্যান্ত অঞ্চলে কীভাবে সরকারি সেবা গুলো পৌঁছে দেয়া সম্ভব হয়েছে অনুষ্ঠানে তা তুলে ধরেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এবং সিটিও ফোরাম বাংলাদেশের সহ সভাপতি বিকর্ণ কুমার ঘোষ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক এবং সিটিও ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের এসপায়ার টু ইনভেনশন এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং সিটিও ফোরাম বাংলাদেশের মহাসচিব আরফি এলাহি, এবং স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য তথ্য ইউনিটের প্রধান ডাক্তার শাহ আলি আকবর।